২ নং পারুরিয়া ইউনিয়নের ভূমি অফিসের কার্যবলী্।
১।ভূমি উন্নয়ন কর:প্রতি বাংলা বছরের শুরুতে ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারন চৈত্র মাস পর্যন্তু দাখিল মারফত আদায় করা হয়।
২।নামজারী জমা বিভাগ:রেকর্ড হাল নাগাদ করে সংরক্ষন করা হয় এবং ৪৫ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হয়।কোন অর্থের প্রয়োজন হয় না।
৩।সরকারী খাস অর্পিত,পরিত্যক্ত,এবং অন্যান্য সরকারী সম্পত্তি সংরক্ষন এবং তত্বাবধান করা হয়।
৪।সার্টিফিকেট মামলা: ৩বছরের অধিক খাজনার টাকা বকেয়া আদায় না হলে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
৫।খতিয়ান /পর্চা সরবরাহ করা হয়না। জেলা রেকর্ড রুম থেকে সরবরাহ করা হয়।
৬।খাস জামির আবেদন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বিনা মূল্যে পাওয়া যায়।১৬০ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
১। ভূমি উন্নয়ন কর আদা
২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।
৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪। নামজারীর প্রস্তাব দেয়া।
৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS